শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়

Sheikh Jamal Govt. Secondary School

শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়

Sheikh Jamal Govt. Secondary School

News:
ds ১৬/০৩/২০২২ তারিখ থেকে সকাল ৮.৪৫ এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।ছুটি হবে ১.৩০ এ (বৃহস্পতিবার ব্যতীত)। 🔲শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতা ও অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ।🔲 ☑📌রচনা ও চিত্রাঙ্কন ১২/০২/২০২২ তারিখের মধ্যে বিদ্যালয়ে জমা দিতে হবে।📌☑ বকেয়া পাওয়ানাদি পরিশোধ সংক্রান্ত ☑📌২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (১ম সপ্তাহ)।📌♦ 📌অনলাইন ক্লাস রুটিন - ২০২২📌 ২০২২ শিক্ষাবর্ষে বার্ষিক সেশনচার্জ,বেতন ও অন্যন্য পাওয়ানাদি পরিশোধের তারিখ ০১/০১/২০২২ - ০৯/০১/২০২২ তারিখ পর্যন্ত। ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে এ্যাসাইনমেন্ট গ্রিড। ।
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

আধুনিক বিশ্বে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার পূর্বশর্ত হলো যুগোপযোগী তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা। সে লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপায়ণের পথে সাফল্যের সাথে এগিয়ে চলছে। সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব ওয়েবসাইট খোলার মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে আরো একধাপ এগিয়ে গেলো।

ডিজিটাল যুগে তথ্য আদান প্রদানের প্রধান মাধ্যম হলো ইন্টারনেট। এ মাধ্যমে নিজ অবস্থান তুলে ধরার জন্য শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় তার ওয়েবসাইট খুলতে পারায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এখন থেকে বিদ্যালয়ের সকল তথ্য ও দৈনন্দিন কার্যক্রমসহ যাবতীয় খবরাখবর এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থী ও অভিভাবকগণ আরো সহজে ও দ্রুত লাভ করতে পারবে। বিদ্যালয়ের সাথে অনলাইনে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীরা অধিক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।


আমি আনন্দিত চিত্তে বিদ্যালয়ের এই নতুন পথ পরিক্রমার দিনটিতে সকলকে শুভকামনা জানাই। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের প্রয়োজনে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই ওয়েবসাইট নিরলস কাজ করে যাবে এই আমি আশাবাদ রাখি।


ধন্যবাদ সকলকে।